কয়েক দিবারাত্রি পর মনে রাখা হবে না আর          আমাকে
অদৃশ্য এই শ্বাস মিশে যাবে বাতাস
আমি তখন কই, নিথর হয়ে ভূপৃষ্ঠে!
বাড়ির চারিপাশে এত হৈ-চৈ "মা" উঠে দাঁড়াবার শক্তি আমার কই?
ততক্ষণে অদৃশ্য শ্বাস মিশে গেছে যে বাতাস
শেষ গোসল দেওয়া হবে
বড়ই পাতার গরম পবিত্র জল,সেদিন আমাকে সাদা পোশাক পরানোর উদ্দেশ্য যে সবার।
কিছুদিন পর মনের ভুল হলেও সবার
"হব  না ভুল জননীর, কাঁন্দন করিবে মুখটা করে আড়াল, কেননা আমি যে তার নাড়ী ছেঁড়া ধন"
মাঝেমধ্যে যদি কখনো খুব মনে পড়ে  "প্রিয়" আমাকে  তোমার,
তবে মনে পরে  নিও "আমি নেই" কবিতা তখন