হয়েছি আজ মর্ডান
পেলাম অবুঝ লোকের কত শত সম্মান,
খোলস পাল্টালাম যুগের সাথে
ভুলে গেলাম আজ আমারও একটা অতীত আছে।


হয়েছি আজ মর্ডান
মাতৃভাষায় যে এসেছে আমার ইংরেজী'র টান,
প্রভাতে,বেতারের প্রথম শব্দটা শুরু হয় "গুড মর্নিং"বলে
"শুভ সকাল" বলাটা বিলীন হল আধুনিকতার ছলে।


হয়েছি আজ মর্ডান
ধর্মকে করছি যত অপমান,
নিজ ধর্মের শাস্ত্র ভুলে
করছি কত পাপ কাজ মস্তিষ্কের বিকৃতি'র ফলে।


হয়েছি আজ মর্ডান
বৈশাখ মাসের প্রথম প্রহরে বেড়ে যায় পান্তা-ভাতের মান,
হাঁড়িতে ভাত আর মাটির মগে পানি
একদিনের বাঙ্গালি আমরা,
রেস্টুরেন্টে চলে সারাবছর চাইনিজ খাবার,সেটা আমরা জানি।


হয়েছি আজ মর্ডান
বেড়েছে ছেঁড়া -ফাঁটা কাপড়ের দাম,
বিলেতি সংস্কৃতিকে কাছে টেনেছি
নিজের অস্তিত্বকে নিজ হাতে মেরেছি।