বয়স’টারে পিছিয়ে দিয়ে,
কয়েক বছর কমিয়ে নিয়ে,
আবার শুরু করতাম জীবন
নিজের মতো করে!!


না পাওয়া ইচ্ছে গুলো,
ছড়া তো নতুন আলো,
দূর হতো আঁধার কালো।
নতুন দিনে নতুন ভাবে,
মিটিত সকল চাওয়া!!
মিটিত সকল পাওয়া!!


গা ভাসিয়ে বৃষ্টির জলে,
হাত দুখানা শূন্যে মেলে,
উড়তাম আমি গগন তলে,
হয়তো সেই দীঘির মাঝে,
থাকিতাম আমি সকাল সাঁঝে,
হয়তো সেই তেঁতুল তলে,
যেতাম ছুটে বন্ধু রা মিলে,
হয়তো সেই পাখির দলে,
চোখ রাখতাম স্বচ্ছ নীলে,
হয়তোবা সেই ছোট্ট বিলে
ধরিতাম মাছ শূন্য জলে
মাতিয়া থাকিতাম খেলার ছলে
এভাবে করিতাম খেলা
আবার যদি ফিরে পেতাম
"আমার ছেলেবেলা "