একদা কোন এক কালে
উঠেছিলাম আম গাছের মগডালে,
সদ্য ফোটা আমের মুকুলে মুকুলিত
জুড়িয়েছে প্রাণ মুখরিত ভরপুর ঘ্রাণে,
ধরে মুকুল হাতে বলেছিলাম কথা
মুকুলের সাথে আমার হয়েছিলো সখ্যতা
সে আমায় কথা দিয়েছে!
পড়বেনা ঝড়ে কাল বৈশাখী ঝড়ে
ভয় পায় না সে দমকা হাওয়া,
আমের মুকুলে ফলিবে আম
যতোই হোক তার আসা যাওয়া।