অন্ধকার-যুগের অবসান ঘটিয়ে
উদিত হয়েছিলে তুমি রক্তিম রবি,
বহুমুখী প্রতিভায় মুগ্ধতা রটিয়ে
সাহিত্য অঙ্গনে হয়েছিলে বিশ্বকবি।
হঠাৎ কাল বৈশাখের ঝড়ের মতো
হয়েছিলে তুমি ধরণীতে আবির্ভূত,
ভেঙ্গে ফেলেছিলে সব রেকর্ড যতো
কেউ করতে পারেনি তোমার মতো।
কবিগুরু ছিলে তুমি ছিলে মহাকবি,
বিশ্বজগতের সম্মুখে "তুমি বাংলার ছবি"।