কোথায় গেলো, লাঙ্গল-জোয়াল
কোথায় গেলো মই,
কোথায় গেলো হালের বলদ
কই গেলো, সব কই?
বাঁজেনা আর বাঁশের বাঁশি
রাখালের মুখে মলিন হাসি,
বিকেল হলে আর আসেনা!
খেলার সাথী ওই,
কই গেলো, সব কই?
ঢেঁকিতে কেউ ধান ভানে না
আগুনে, ফুটায় না খই
নবান্নের পিঠে পায়েসের
শীতের প্রভাত ওই,
কই গেলো, সব কই?
গ্রীষ্মকালের আম কাঁঠালের
ঘ্রাণে বিভোর ক্ষন
কোন কিছুই নেইকো আর
আগেরই মতন!
বর্ষাকালের বানের জলে
মাছ আসেনা ভেসে,
আগের মতো নেইকো সুদিন
সোনার বাংলাদেশে।
কৃত্রিমতায় অবর্তে দেশ
হারিয়েছে তার রূপ,
ঐতিহ্য হারিয়ে মোরা বাঙালি
রয়েছি বেমালুম নিঃশ্চুপ।