কোরবানি ঈদের সময় কাছেই
তাই নিয়ে দেখি অনেকের মাঝেই,
চাই গরু খাসি ভেড়া দুম্বা উট,
তা না হলে কী করে দেখাবো মুখ?


মস্ত গরু কিনে এনেছেন একাই
লোক দেখাতে করে পশু জবাই,
গোসত গুলো রেখে রেখে খায়
গরীব অসহায় কাউকে না দেয়!


অনেক আছে গরু বলি দিয়ে
খোদার কাছে চায় সওয়াব,
যদি সে গরু সাথে করে নিয়ে
পার হতে পারে পুলসিরাত।


ওরে অশিক্ষিত কাফেরের দল
কোরবানির মর্ম কী জানিস বল?
মনের পশুকে করলে জবাই
পশুরা বাঁচবে বাঁচবে সবাই!


তাই মনুষ্য আত্মার অভয়ারণ্যে
শোধিত করো প্রকৃত ঈমান দিয়ে,
ভোগের মাঝে কোন সুখ নাই
প্রকৃত সুখ ভালোবাসা বিলিয়ে ।