ওগো আমার মা জননী
তুমি দেখালে ধরণী,
তোমায় বিনা অপূর্ণতায়
তোমার স্পর্শে পূর্ণ আমি।


মায়াবিনী মা জননী
তোমার ছায়া স্নেহ মায়া,
পেয়ে হয়েছি বিজয়ী
তুমি বিশ্ব মমতাময়ী।


মাগো তোমার কোলেপিঠে
দেখেছি এই অবনী রূপ,
মাতৃদুগ্ধ পান করেছি
কাঁদলে মোরে করেছ চুপ।


আস্তে আস্তে খেলার ছলে
আদ্যো আদ্যো কথা বলে,
ঘুরে ফিরে মা মা বলে
উঠে যেতাম তোমার কোলে।


তখন মোরে কোলে তুলে
হাসিমাখা সুরে বলতে,
তুই যে আমার বুকের মানিক
হাতে তুলে মোরে দুলতে।


তোমার মতো কেউ নেই
এই জগতের বুকে মাগো,
তোমার মতো করে আমায়
কেউ ভালোবাসে না! তো!