নিজেকে নিজে প্রশ্ন করবার ছলে,
ভেবে দেখো তুমি কী নিয়ে এসেছিলে?
কী কী নিয়ে তুমি, কী কী রেখে গেলে!
খুঁজে পেয়েছ কী তুমি, হারিয়েছো যতো
দিনগুলো চলে গেছে অনীহায় কতো।
পৃথিবীর বুকে তুমি করিতেছ বিচরণ,
কথাগুলো মনে করে লিখে রেখো ব্যাকরণ!
আজ তুমি যতকিছু করিতেছ উঁচুনিচু,
স্বার্থের টানে পড়ে ভুলে গেছো বহুকিছু!
সমাজের মানুষকে করিতেছ ভেদাভেদ
উঁচু নিচু ছোট বড় নেই কোন সংকেত,
আমাদের পরিচয় যেন মানব ধর্ম হয়
তাই মানুষ মানুষে ধ্বংস কাম্য নয়।
জীবে প্রেম করে যেই জন সঁপি তার মন,
সার্থক জন্ম তাহার আসিয়া ভুবন।
আজ থেকে তাই তুমি করো এই পণ,
মানুষের সেবায় রেখো নিয়োজিত মন।
মানুষের জন্য তুমি যদি করো কিছু,
সকলের সামনে তোমার মাথা হবে উঁচু।।