জন্মগ্রহণ করিয়া আমি
মাতৃকোলে শিশু,
হাসিয়া কাটাই কিছুটা কাল
দেখে অনেক কিছু।
খেলার ছলে মা হতে মোর
মাতৃভাষা শেখা,
বড়ো যতনে শিখেছি বুলি
বাংলা ভাষা লেখা।
মায়ের মতো বাংলা ভাষা
দেখায় জগৎ দৃশ্য আঁকা,
জীবনে চলার বহমান কালে
যতো দিন-রাত যাবে চলে,
শুধু বাংলায় কথা বলে।
বাংলা ভাষার ইতিহাসে
দিয়েছে প্রাণ ভালোবেসে,
অন্য কোথাও পৃথিবীতে
দেখেনি কেউ কোন জাতিকে,
ভাষার তরে শহীদ হতে!
বায়ান্নর ভাষা আন্দোলনে
নেমেছিলো তারা দলে দলে,
পাক পুলিশের দাবানলে,
বুকের রক্ত দিয়ে ঢেলে,
তবুও বাংলা ভাষা নাহি ভুলে!
মাতৃভাষার প্রতি তাদের এই
আত্মত্যাগের অবদান,
সালাম জানাই তাদের প্রতি
রইলো বিনম্র সম্মান...
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
চলো করি মোরা শপথ,
বাংলা ভাষা কে মুক্ত করতে
রবো মোরা সর্বদা প্রস্তুত।।।