আমি ফিরে দেখি ভাঙ্গা আয়নাতে
এই শেষ রাতের গল্পগুলোকে,
শূন্যতা কাছে আসে অভিমানে ঢাকি মুখ
তোমাকে দেখিনা আর কোথাও
কেটে গেছে কী বহুযুগ?
আমার উপস্থিতি তোমাকে হাসাতে পারেনি
আমার অনুপস্থিতি ও তোমাকে কাঁদাবে না!
কাছের বন্ধুর দূরত্বের ক্ষত
তুমি কেমন করে বুঝবে?
একদিন আকাশ হয়ে যাবো,
তোমার দুচোখ হবে দীর্ঘশ্বাসের প্রতিচ্ছবি
আমাকে ছুঁতে না পারার ব্যর্থতায়!
শেষ বিদায় হয়তো নেয়া হবে না!!
আর যাই হোক ঠিক বেঠিক হিসাব করে
জীবন চলে না...
জীবন চলে মুহূর্ত উদযাপনের মধ্য দিয়ে,
বদলে যাওয়া মানুষের রূপ
মর্গের লাশের চাইতেও বীভৎস!
অন্ধকারে কোন উৎসব নেই
অন্ধকার নিজেই একা,
সব ঘর শান্তির নীড় হয়না,
আমার হাতে নষ্ট হয়ে যাওয়া
জিনিস গুলোর মধ্যে
একটা বড় জিনিস হলো
আমি নিজেই....