পৃথিবীতে এসেছে আজ এক অদ্ভুত আঁধার
কুহেলি র চাদরে ঢাকা ঘন অন্ধকার।
কেউ আজ চোখে দেখতে পায় না!
কেবল যারা এতদিন ছিলো অন্ধ
শুধু তারাই দেখতে পায়!
তাদের আলোয় সকলে জ্যোতির্ময়।
যারা এতো দিন ছিলো ঙ্গানহীন,
পৃথিবী আজ অচল তাদের সু পরামর্শ ছাড়া!
যারা ছিলো সমাজে প্রতিবন্ধী
তারাই যেন শক্ত করে ধরেছে মাস্তুল!
সবাইকে পথ দেখানোর প্রত্যাশায়,
ভেসে চলছি জেনো উজ্জ্বল জলবিম্বের মতো
সকলের কাছে এ জেনো স্বপ্নময়,
যাদের গভীর আস্থা আছে মানুষের প্রতি
শুধু তাদের কাছেই সবকিছু স্বাভাবিক মনে হয় ।  
চারিদিকে র হট্টগোলে র মধ্যে এক বিরাট তিমির
অন্ধকারে সমুদ্র স্ফীত হয়ে উঠলো জেনো,
কালো মেঘের আড়ালে কাঁদছিল অস্ত চাঁদ  
অবশেষে দেখল সকলে আলোর প্রভাত।