হঠাৎ যদি হয়ে যায় মোর
অস্বাভাবিক মৃত্যু!!!
ভেবো না মেরে ফেলেছে আমায়
আমার চিরশত্রু।
তখন আমার নিথর দেহে
থাকবে না তব প্রাণ,
সবাই শুধু ভাবতে থাকবে
কে নিলো মোর জান?
ময়নাতদন্তে হয়তো জানা যাবে
মৃত্যুর আসল কারণ  
তাই ময়নাতদন্ত করাতে আমার
কেউ করবে না বারণ!
দেহকে যখন হাতুড়ি বাটালি
করবে না আর কদর,
বুকের পাঁজর ছিঁড়েখুঁড়ে মোর
মস্তিষ্কে ভাংবে পাথর!
রক্ত কণিকার অবরুদ্ধ স্রোত
হবেনা প্রবাহিত,
তখন শরীরের কষ্টে আত্মা
থাকবেনা অবহিত,
আমার আত্মার অস্তিত্ব খুঁজে
পাওয়া যাবেনা কোথাও,
দেহকে কিছুদিন খুঁজে পেলেও
তাও দেখবে পড়ে উধাও!
তুমি আমি আমরা সবাই
মাটিতে মিলবো শেষে,
যেতে পারেনা কেউ মৃত্যু ছাড়া
মুক্তির ভিনদেশে!
মৃত্যু যখন আসবে তখন
হইয়ো না কেউ হতাশ,
জন্ম মৃত্যু চির সত্য
সবকিছুই খোদার কাজ।