তুষার প্রাচীর সদ্য মেঘে ঢাকা
পোষণ করে দৃপ্ত অঙ্গীকার,
একদিন অধিকার আদায়ের সংগ্রামে,
স্রোতে ভেসে চলতে চলতে তীরে নিক্ষিপ্ত,
সকল সাধনা মেখে নীল চোখে,
স্বপ্নধ্যানে অনিয়মে ভাসিয়ে ঠিকানা,
মিটবে কী তার জীবন বাসনা?
অন্তহীন প্রশ্ন নিয়ে!
সমুদ্রের দিক চক্রবাকে
নীরবতা র কালো মেঘ-
নিশ্বাস ফেলেছে নীল আকাশে
মনে নীল অশ্রু,বৃষ্টি ঝরে আকাশে,
দুঃস্বপ্নের স্রোতে ডুবে গেল স্বপ্নের তরী।।