মন যে মোদের ভবঘুরে
তাইতো এসেছি সিলেট ট্যুরে,
চা বাগানের পাহাড় চূড়ায়
গিয়েছে মোদের মন জুড়িয়ে।


নৌকাতে করে হেলে দুলে
যাচ্ছি মোরা পাতাগুলো,
গাছগুলো সব পানির কোলে
ঠায় দাঁড়িয়ে জলের তলে।


দূরের ঐ পাহাড়গুলো
মেঘের মতোই দেখতে লাগে,
দূর পাহাড়ের বিশালতা
আকাশটাকে দিয়েছে ঢেকে।


পাহাড় চূড়ায় বুক ফেটে ঐ
ঝর্ণার ধারা গড়িয়ে পড়ে,
সাদা মেঘের বিশাল রাশি
পানিগুলোকে জড়িয়ে ধরে।


আমি আসবো আবার
আসবোই ফিরে,
মেঘালয় পাহাড়ের
ঐ মুগ্ধতার ভিড়ে।