ওহে ভিখারি কী কারণে তুমি
ধুলিমাখা পথে ঘুরিতেছ দ্বারে দ্বারে
ঘুরে ফিরে তুমি করিতেছ সন্ধান
খয়রাতের আবদারে।


হায়রে ভিখারি কাহার কাছে তুমি
হাত পাতিয়া ধরিলে হায়,
আমি যে অধম তোমার চেয়েও
দীন কাঙাল অসহায়।


তুমি তো হাত পাতিয়া চাও
দিয়ে আল্লার দোহাই,
আমি তো তা-ও চাইতে পারিনা
কীভাবে মিলবে রেহাই।


আমার যা কিছুর আছে সন্ধান
তা মেটাতে পারবেনা ইনসান,
একমাত্র মেটালে মেটাতে পারে
দো-জাহানের মালিক রহমান।


তাইতো আমি খোদার কাছে
আমৃত্যু নিয়েছি ঠাঁই,
একমাত্র তাহার করুণা ভিক্ষা করি
শুধু আল্লাহর রহমত চাই।