যতো আসে দারিদ্র্য,উন্মুক্ত শ্বাপদের দেশে
কালের মন্দির খুলে-
জ্যোৎস্নায় জীর্ণতার খোলস ভেঙে কাব্যিক আবেশে
সব ব্যথা যাই ভুলে
কবিতা আমার প্রেমিকার মতো খুলে দেয় বক্ষবন্ধনী-
আমাকেও নগ্ন করে
রাত্রি পৌনেতিনটের অঙ্গারিত চোখ প্রচণ্ড অনুসন্ধানী
তোলপাড় নাক্ষত্রিক ঝড়ে-
আরো বেশি করে আসে শীত,আরো ভয়
সংকুল জনপদে কাল ঘুম
বিনিদ্র শরীরে ভাঙচুর ক্লান্তিতে স্নায়ুক্ষয়
কবিতা আনে আলিঙ্গন ওম
কবিতা আমার বীর্য ছুঁয়ে নরম মাটি
শাশ্বত শব্দের শুক্রাণু গর্ভে নেয়
বাংলাদেশ আবার হয়ে উঠবে ঘাঁটি
পূর্বাশায় তুমুল বিদ্রোহের বার্তা দেয়
কালের মন্দিরে জমে ওঠে পাপ,নারী ও শিশু হত্যার অহংকার
হিংসার জয়ধ্বনি তুলেছে খুনি-
এবার থামো,মৃদঙ্গ তালে নাচে কালভৈরব,হুশিয়ার-খবরদার
বাতাসের রকম ভালো না শুনি।