নাচে সঘন সুন্দর
                   নাচে মহা ভয়ঙ্কর
নাচে গনন তলে!
                   নাচে ভৈরব,নাচে প্রলয়নাচন
বাজে মহাশঙ্খ
                    ডমরু তুমুল ডঙ্কার-
                    চমকিত ত্রিশূলে!
শুনি ঐ'রব
বাজে প্রচণ্ড প্রহরণ;
                 হর হর-হর
দেয়া গড়-গড়-
                 গরজে ফাঁটে দিগন্ত!
থর থর-থর কম্পিত-
                 সুরাসুর বক্ষ।


বাজে শন্ শনশন
                 এ'কি মহারণ
এ'কি সৃষ্টি- নাকি অন্ত?
                 ফোঁসে কালনাগ রোষে,
গ্রাসে কৃষ্ণপক্ষ।
                  নাচে উন্মাদ,নাচে মৃত্যু
নাচে মহাকাল-
                  মেলে ত্রিনয়ন;
নাচে সংহার,নাচে দুর্বার!
                   নাচে রুদ্র,নাচে সত্য
ঘোচে শান্তির আবাসন;
                   নাচে দাম্ভিক,ভাঙে দুরাচার।


চরাচর রণপ্রান্ত;
                   মত্ত নাচে উদ্ভ্রান্ত ঝটিকা
কল কল্লোল দিকে দিকে!
                   খড়কুটো সম ওড়ে-
                   বিকট বট -বাটিকা!
মানবের গৌরব যতো ফিকে।