ছন্দ আছে কথা বলার,
ছন্দ আছে পথ চলার।
ছন্দ আছে হাসির গালে,
ছন্দ আছে দুলকি চালে।
ছন্দ আছে মাঝির গানে,
ছন্দ আছে ভাটির টানে।
ছন্দ আছে নূপুর পায়ে,
ছন্দ আছে অচিন গাঁয়ে।
ছন্দ আছে মধুর চাকে,
ছন্দ আছে মায়ের ডাকে।
ছন্দ আছে তরুলতায়,
ছন্দ আছে গল্প কথায়।
ছন্দ আছে ভাল-মন্দে,
ছন্দ আছে ফুলের গন্ধে।
ছন্দ আছে নৌকার পালে,
ছন্দ আছে ফাগুন কালে।
ছন্দ আছে ময়ূর নাচ-এ,
ছন্দ আছে গাছে গাছে।
ছন্দ আছে ঘোড়ার খুরে,
ছন্দ আছে বাঁশির সুরে।
ছন্দ আছে ট্রেনের চাকায়,
ছন্দ আছে গুনতে টাকায়।
ছন্দ আছে নাচের তালে,
ছন্দ আছে টিনের চালে।
ছন্দ আছে বৃষ্টি পড়ায়,
ছন্দ আছে জড়িয়ে ধরায়।
ছন্দ আছে গতির দ্রæতে,
ছন্দ আছে নদীর ¯্রােতে।
ছন্দ আছে জলতরঙ্গে,
ছন্দ আছে মিথুনসঙ্গে।
ছন্দ আছে অলি গুঞ্জনে,
ছন্দ আছে পাখির কুজনে।
ছন্দ আছে চোখে দেখায়,
ছন্দ আছে ছড়া লেখায়।
ছন্দ আছে প্রাণে প্রাণে,
ছন্দ আছে সবখানে।