কারো হাত চলে বেশি
কারো হাতখালি,
হাতেখড়ি দিয়ে মোরা
জ্ঞান আলো জ্বালি।
ভুল করে হাতজোড়ে
চাই শুধু ক্ষমা,
একহাত নেয়া বলি
হলে শোধ জমা!
ভালবাসার হাতছানিতে
হও হাতখোলা,
ভীষণ খারাপ কারো
গায়ে হাততোলা!
হাতমোজা পরে যদি
করো হাতসাফাই,
পুলিশ বলে-'হ্যান্ডস আপ'
আনন্দে লাফাই!
হাতখরচের টাকা দিয়ে
হাত করি যাকে,
হাতবদল করি নাকো
হাতেগড়া তাকে।
হাতগুটিয়ে থাকা নয়
পাই যত আঘাত,
কবিতা লিখার কাজে
দিয়েছি যে হাত।
লিখে লিখে পাকে হাত
হয় হাতযশ,
মাথায় বুলিয়ে হাত
স্নেহের পরশ!
বিয়েতে হয় বরবধূর
এক চার হাত,
হাত দেখে জ্যোতিষীরা
মিলায় বরাত!
হাতটান বাজে কাজ
খাবে শুধূ গালি!
ভালো কাজ কর যত
পাবে হাততালি,
হাতপাতা ভালো নয়
ভালো হাতপাখা,
ডানহাত চিরদিন
যায়না হাতে রাখা।
স্কুলে যাওয়া মেয়েদের
হাত টেনে ধরা,
আইন তুলে নিজের হাতে
পড়ে হাতকড়া।
মন্দ সব কাজে যেন
কারো হাত নাই,
অসময়ে সকলের
হাতেরপাঁচ চাই।
হাতের লক্ষ্ণী পায়ে ঠেলে
বোকার স্বর্গেবাস,
অযোগ্য হাতে কন্যাদানে
হবে সর্বনাশ!
হাতেনাতে পড়ে ধরা
আইনের হাতে,
হাত ছাড়া হয় সবি
ভাগ্যের আঘাতে!
দুই হাত উপরে তুলি
করি মোনাজাত,
দেশের তরে কাজ করি
হাতে রেখে হাত।