হও যতই রাজা-উজির
কিংবা সচিব-আমলা,
মনে রেখ তুমি কেবল
আমজনতার কামলা!
অসৎপথে উপরি কামাই,
যখন যা হাত পেতে পাই,
পাপের ঘড়া পূর্ণ হবে
ভরবে যখন গামলা!
যতই ভাব পার পাবে,
সেই পাপে তোমায় খাবে,
ঠুকে দিবে তোমার নামে
চার’শ কুড়ি মামলা!
করছ অন্যায় অবলীলায়,
সুখে থাকতে ভুতে কিলায়,
টুটি চেপে ধরবে যখন
বলবে তখন ঠেলা সামলা!