বঁধুর কথাটি বলোনা,
বঁধু যে বঙ্গললনা।
পবিত্র স্নান শেষে,
পূজারিণী বেশে।
শিশিরসিক্ত তৃণ,
তনু তার যেন।
পরনে তাঁত শাড়ি,
চরণে মল তার'ই।
হস্তে স্বর্ণ বালা,
কন্ঠে গজমালা।
অধরে রক্তিম আভা,
যেন অপরূপ শোভা।
দুধে-আলতা বরণ,
আলতারাঙা চরণ।
সিক্ত এলোচুল,
কর্ণে ঝুমকাদুল।
ধরি নৈবদ্যডালা,
পূজিতে পথচলা।
ধূপ সুগন্ধির টানে,
চলিছে মন্দির পানে।
পূজিছে পুষ্প চন্দনে,
পতির পরমায়ু বন্দনে।
ধ্বনিছে মঙ্গল বাদ্য,