শিষ্য আমি অধম অতি
তুমি হলে গুরু,
শখের বশে সকল কিছুই
শুরু থেকে শুরু!
যেদিন থেকে এ ধরাতে
হলেন তিনি ‘ম্যান’,
সেদিন থেকেই শুরু হল
গুরুর যত ধ্যান!
ছড়াকারে যেদিন থেকে
শুরু করে পড়া,
সেদিন থেকে চারপাশে তার
ছড়া আর ছড়া!
যখন থেকে লেখক হবার
মনে জমে হবি,
তখন থেকেই যাত্রা শুরু
লেখক আর কবি।
যেদিন থেকে বুঝতে শিখে
হয় তার জ্ঞান,
সেদিন থেকে গায়কের
জীবন হয় গান!
যেদিন থেকে এ জগতে
শুরু হল ভোর,
সেদিন থেকে বংশীবাদক
বাঁশিতে তোলে সুর!