হতে নেই মানা,
গাঙচিল হয়ে নীল আকাশে
মেলে দেই ডানা!
হয়তো সাদা বকের সারি,
হয়ে দিতাম আকাশ পাড়ি,
মেঘের কোলে হারিয়ে যাব
ছিল না’তো জানা।


হতো যদি এমন,
ফুলের সাথে মিতালী হয়
নীলভ্রমরা যেমন!
হরেক রকম ফুলের মাঝে,
ঘুরে বেড়ায় সকাল-সাঁঝে,
মধু নিতে মাতোয়ারা
মন যে করে কেমন।


যদি এমন হতো,
ইচ্ছে হলে অমর হতাম
নামী লোকের মতো।
যুগ থেকে যুগ-যুগান্তরে,
নামটি লেখা সব অন্তরে,
মন্দ ফেলে ভালো কাজ
করি সাধ্যমত।


এমন হতো যদি,
সাধক যেমন পায়ে হেঁটে
পার হয়ে যায় নদী।
হয়তো যদি পাখি হয়ে,
উড়ে যেতাম অচিন গাঁয়ে,
পাহাড় বেয়ে ঝরণা যেমন
বইছে নিরবধি।


যদি হতো এমন,
শক্তি নিয়ে ঈন্দ্রজালের
যাদু দেখায় যেমন।
অসীম কোন ক্ষমতা নিয়ে,
এক তুড়িতে দেই উড়িয়ে,
ধ্বংস করি মরনঘাতী  
করোনাকে তেমন।