তুমি আজ অনেক দূরে,
জানালার পাশে থাকবে না জানি আর-
বলবে না কোন কথা,
চুপচাপ নিরবতা,
রাখবেনা অভিমানে মুখ করে ভার।
একটি চিঠির প্রত্যাশায়-
গুনতে হবেনা প্রহর,
কাহারো দারায়-
পাঠাতে হবে না খবর।
জানি আজ সব গেছো,
অতীতের স্মৃতি নেই আর মনে-
নীরবে রাতে মনের কথা-
বলবে না আমার শনে।
কাউকে দেখাতে হবেনা আঙুলের  ইশারায়,
মনের অজান্তেই থাকবেনা পাহারায়।
তুমি কি বিদায় নিয়েছো,
নাকি বেড়াতে গেছো।
তুমি ছাড়া শূন্য জানালা আছে একা পরে,
সঙ্গ বিহীন জীবন যে তার কাঁপে থরে থরে।
প্রতিদিন সেই একই সময়,
বসে থাকার রিতী-
হাসি গান, আর গল্পে,
জমে উঠতো প্রকৃতি।
জানি আজ নেই সেই কোলাহল,
প্রকৃতি আজ অসহায়-
একা মানুষ কি করব আমি,
আমিও নিরুপায়।
তোমাদের সেই জানালায়
জির্ন ধরেছে,
মরীচায় ভরা অঙ্গ-
যেদিন থেকে তুমি আমার সাথে,
করেছ সম্পর্ক ভঙ্গ।
আজ তুমি তা ভুলে গেছ,
মনে নেই একটুও আমায়-
শুধু সেই জানালা অসহায় চেয়ে,
আমায় দুঃখে ভাষায়।
হয়তো তুমি আসতে চাইবে না-
আসতে হবে একবার,
সেদিন হয়তো জানালা থাকবে-
থাকবো না আমি আর।
পারলে সেই জানালা বন্ধ করে দিয়ো।
মনের জানালা বন্ধ করে,
ঘুমিয়ে তুমি থেকো-
কথা দিলাম, এই পথিক কোনদিন,
সেই জানালায় যাবে নাকো।