সুখ জিনিসটা জানিনা কি , সুখ কোথায় পাই?
এখানে সেখানে খুঁজে ফিরি সুখ কোথাও নাই।
খুঁজে দেখি আশ পাশে কোথায় সুখ আছে-
ভেবে দেখি সুখের মোহে কখন মন নাচে।
ভাবলাম হয়তো সূর্যের কাছে আছে লুকিয়ে,
কেমনে পাব প্রখর তাপে সুখ গেছে শুকিয়ে।
সুখ নেই জোয়ার ভাটায় নদী সাগর জলে-
সুখ নেই মুক্ত হাওয়ায় কারখানা আর কলে।
সুখ নেই নদীর পানি করে একটু পান,
সুখ নিয়ে করলে ঝগড়া থাকেনা আর মান।
সুখ নেই পিতার সাথে মধুর বন্ধনে,
কেমনে সুখ থাকবে বল অবাধ্য সন্তানে।
সুখ নেই আপন মনে করে একটু কাজ,
হয়তো একটু খারাপ হলে লোকে দিবে লাজ।


অবশেষে পেলাম সুখ ব্যাক্তি জীবনে,
সুখ শান্তি ছড়িয়ে আছে যেখানে সেখানে।
বেশি করে খাওয়ার মাঝে সুখ পাবে না,
তুমি খাবে অন্য দেখবে তা হবে না।
অন্যের মনে কষ্ট দিলে সুখ তাহা নয়-
আপন চিত্তে ত্যাগি হলে সুখি হওয়া যায়।
নিজের সুখ ত্যাগ করে হাসাও অন্যের মুখ,
অল্প সময় কষ্ট হলেও পাবে অনেক সুখ।
নিজের কৃতকর্মের দ্বারা ফুটাও মুখে হাসি,
প্রান খুলে বল, আমি সবাইকে ভালবাসি।
সবার সুখ থাকুক হয়ে চিরন্ত-
ত্যাগির ত্যাগের সুখ অফুরন্ত।