শুনি এক কান্নার শব্দ-
আমার বাড়ী নিস্তব্দ,
কোথা থেকে আসছে এ শব্দ?
খুঁজতে বের হলাম-
দু একটা বাড়ী পার হলাম,
দেখি দুটি ছেলে বিলাপ করছে উঠানে,
শরীর যে উলঙ্গ কাপড় নেই কোন খানে।
এমনিতেই শীত গা জ্বর জ্বর-
তাতেই বকুনি, মরতে পারিস না মর।
দেখে বড় দয়া হল
আমার পিলে চমকালো-
এদের কি দূরঃবস্থা,
মনে একটু মায়া নিয়ে
একটু সুখের ছায়া নিয়ে-
করতে হবে ব্যবস্থা।
বাড়ী থেকে খাবার অল্প কিছু কাপড়-
ফিরলাম এই নিয়ে,
গিয়ে দেখি একটু সুখ-
দিতে পারি কিনা তা দিয়ে।
বেশি কিছু দেইনি,
শুধু বাড়িয়েছি সহমর্মিতার হাত,
গল্পে গল্পে কাটিয়েছি প্রভাত।
শুনিয়েছি দু একটা কবিতার ছন্দ-
এই নিয়েই তাদের আনন্দ।
খুঁজে দেখ তোমার পাশেই আছে,
তোমার একটু সহযোগিতায়-
তাদের জীবন বাঁচে।