দিয়েছিলাম উপহার তোমায়,
আমার এ জীবন-
নাও নি তুমি, ফেলে দিয়েছো
ময়লার মতন।
দিয়েছিলাম রক্তিম গোলাপ,
উপহার তোমার হাতে-
কি নিষ্ঠুর ব্যবহার সেদিন,
করেছ আমার সাথে।
দিয়েছিলাম রক্তিম গোলাপ,
ভালবাসি বলে-
তাও তুমি নাও নি হাতে,
দিয়েছো দূরে ফেলে।
চেয়েছিলে তুমি কি উপহার?
বল আমার কাছে-
তোমাকে বিলিয়ে দেবার মত
কিবা আমার আছে।
ফেলে দিয়েছো প্রেমের চিঠি,
সেই পথের ধারে-
আজকে আবার ডাকো আমায়,
কোন মিনতির সুরে।
আমায় যত ডাকো তবু,
যাব নকো আর-
এই জীবনে তোমার জন্য,
দিতে পারবোনা উপহার।
তারপরও যদি ডাকো আমায় শুনো ও সবিতা,
তোমার জন্য থাকলো আমার এ কবিতা।