শিক্ষিত মানুষ ভদ্র হয়,
কেউবা ভদ্রতা হারিয়ে ফেলে-
মনুষ্যত্ব তাদের হারিয়ে যেতে চায়
অল্প একটু সুযোগ পেলে।
পেশিতে দেখায় অনেক শক্তি-
মনে থাকে তেজ,
সব সময় বানরের মত-
নাড়িয়ে চলে লেজ।
অনেকেই হয়তো শিক্ষিত-
কিন্তু সবাই ভদ্র নয়,
সেই হয়তো ভদ্র হবে-
যার মনে শুধু শিক্ষা নয়, জ্ঞানও রয়।
শিক্ষিত মানুষকে সবাই শ্রদ্ধা করতে জানি,
কিন্তু সেই শিক্ষিত,যে ভদ্র সে জ্ঞানি।