আষাঢ়ে-শ্রাবনে,
        মেঘ নেমেছে গগনে।
ওগো তোরা যারা মাঠে আছিস,
তাড়াতাড়ি আয় ঘড়ের উঠানে।
বিদ্যুৎ চমকিয়ে,
      বারে বারে মানুষদের দিচ্ছে থমকিয়ে।
বর্ষার অঝোরে জল উঠছে বারিয়ে,
ছোট ছোট বালকরা আনন্দে মেতে উঠছে হাসিয়ে।
পথে,ঘাটে,মাঠে
   আবার পুকুরও ফুলে উঠছে জলের কারনে।
এই দেখে তরে হারাচ্ছে মাছ,
ডাকছে ব্যাঙ্ ডোট ডাট করে।
জল উঠছে বেড়ে,
     আঊশের গাছ জলে ভরভরে।
চারদাকে খুসবু ছড়াচ্ছে জুঁই এর কারনে
কাতররা কেঁপে উঠছে থরথরে।
গাছ ভাংছে,ঘড় ভাংছে,
     বিনাশ হচ্ছে সবারে।
দীনহীনরা কাটাচ্ছে জীবন
কষ্ট গেঁথে রাখছে অন্তরে।