চাষি ধান কাটিতে কাটিতে,
আয়না কুড়াইয়া পাইল ক্ষেতের মাটিতে।
আয়নার দিকে চেয়ে থাকিয়া,
বাপজানের ছবি ভাবিল নিজের ছবি দেখিয়া।


বি দ্র : এটি এখনো পুরোটাই দেওয়া হয়নি।এই কবিতাটি কবি জসীম উদ্দিন এর একটি গল্প সেখান থেকে কবিতা খন্ডায়িত করা হইছে।।গল্পটিতে একদিন তার চাষির বউ চিন্তা করে প্রতিদিন তার স্বামী ঘড়ের কলসিতে কী দেখে,একদিন যখনি কলসিতে সেই আয়নার দিকে তাকায় তার মত মুখ আরেকটি দেখা যায়।।চাষির বউ ভাবে তার স্বামী আরেক জনকে বিয়ে করে আনছে।।।