এসেছে আগষ্ট,এসেছে আগষ্ট
স্মৃতিচারনগুলো বিছান দিতে
এসেছে আগষ্ট।
এসেছে সব দুঃখগুলো
দল বেধে মিছিল করে,
হাতে হাত ধরে।
এসেছে কষ্টগুলো
ভয়ার্ত রাতের নিসৃংস হত্যাকান্ড,
মা-বোন,প্রীতি-স্বজন হারানো
কী দুঃখ ম্লান হয়েছে,এইক্ষনে।
সেদিনের ক্ষত-বিক্ষত জন্মভূমি।
লাল-সবুজের পতাকা পোড়ানো,
সারি সারি লাশ,
দূগন্ধে করেছে গ্রাস।
সবি স্মরন করে দিতে
এসেছে আগষ্ট।
১৫ই আগষ্ট,
তুমি আসিওনা আর।
তোমার নাম আর করতে চাইনা উচ্চারন
তুমি যে কলঙ্কিত অভিসিক্ত মাস।
তোমার নাম আর দিতে চাইনা আগষ্টও
এ শুধুই হোক জয় বাংলা,জয় বঙ্গবন্ধু
বাংলার দুঃখ ও কষ্ট।