দূর থেকে চেয়ে আছি
এই এখানে ।
অপূর্ব সুন্দর লাগছে,
সবুজ শাড়ি পরা
সেই মেয়েটিকে।
পড়েছে উচ্চা জুতা,
উরু উরু ভাবে
বাতাসও বয়ে দিয়ে যাচ্ছে
এলোমেলো কেশগুলোতে ।
বেশ,লাগছে তারে
কথার্লাপন করব কী তার সাথে !
'মনে ভাব জাগিয়াছে।'
আবার তার গড়নও খানি যেন,
বেশ! বটে ।
এসব চিন্তিত মনে
আসিলাম তার কাছে।
একি এত মেয়ে নয়,
দেবতা নিশ্চয় ।
সুন্দর বাহারে দাড়িয়ে আছে
পথেরও পাশে ।
তার হরিনী চোখ
যেন,সূর্যের আলোয় আলো ছড়াচ্ছে
তাকিয়া থাকিতে পারলাম না
তার আখিঁতে ।
দেখতে কালো,কালো হলে
কী হবে তাই
গড়নটা তো ভালো ।
সত্যেন্দ্র নাথ এর অনুসারে
কালো জগতের আলো ।