আমার প্রাণপ্রিয়
সূর্যের কোনা জ্যোতি ।
আমি কল্পনায় প্রশ্নের স্মৃতি গড়িয়াছি,
শুনবে কী নিরবধি ।
সাইক্লোনের ফ্লাট ভাঙ্গা সমীরে
যদি আসে হুড় হুড় করে
তবে থাকবে কী মোর সাথে?


পথে,ঘাটে,জনপথে
যদি অপমানিত হই বারে বারে,
স্মৃতিগুলো গেথে ধরে
হাতটি আগলে নিবে তো সাথে ।
আমি যদি ঝরে যাই
কোন এক কার্তিকের নীল কুয়াশায়
তখনো কী থাকবে
আমার হৃদয়ের রঙ্গিনপাতায় ।
প্রশ্নের জবাবে কিছুক্ষন
আছি তোমারি পাশে ।