মানবের ঐর্শ্বয দুদিন,
থাকিবে চোখের তারাতে ।
অহকারের আধাঁরে
নিঃশ্বেস হয়ে যাবে সম্পদখানি ।
আফসোস করিবে বারে বারে
পিটিয়ে রক্তপাত করিবে কপাল খানি ।
বুঝিতে পারিবে সেদিন,
দীনহীনরা কিভাবে কাটায় মরন্তক্ষীন ।
কীভাবে কাতর করে ঋণ,
বুঝিতে পারিবে অহংকারি দানবের মত মানব একদিন ।
কেন অহংকার করিনু?
মানবের তরে সেদিন ।
তখনি মুখ খুলিবে মানব......
কি দোষ করছিলি বার বার বলিবে হে দানব ।
শুনিতে শুনিতে যেদিন হয়ে যাবে নিধন.....
মরিয়াও শান্তি পাবেনা
দোষী করিবে তখন অবনীর তরে
এই ছিল তোর জীবনের চিরবিদায় খানি যে ।।


বি দ্রঃ পুরো ঘটনাটি জানার জন্য আলোচনা সভায় নজর দেন ।