স্মৃতির পাতাগুলো,
একে একে মুড়িয়ে দেখি,
তোমার স্মৃতিগুলো উকিঁ মেরে
দিয়ে যায় শুধুই আমাকে ।
আমার কষ্টে কাটানো প্রহর গুলো
কখনো কখনো জেগে থাকে,
শুধুই তোমার দর্শনের মূখ্যত্ব হবার জন্য ।
তুমি হয়তো বা কখনো নজরমুখী হওনি !
আমার ভালোবাসার তীব্র আশঙ্কার দিকে ।


জানো হে কামিনী,
তোমার শরীরের ঘ্রাণও
আজো আমাকে দোলা দিয়ে যায়
অফুরন্ত ভালোবাসার কথা ভেবে ।।
তুমি জানো হে রমনী,
তোমাকে আমি ভালোবাসি,
আমার সমস্ত অঙ্গ-প্রতঙ্গে,মনওপ্রাণে,মৃদুল হাসিতে ।
তোমার জন্য যে আমি,
পথও চেয়ে আমার সারা জীবন বিপর্ন করতে পারি ।
আমি পারি,
দিনকে রাত,রাতকে দিন  সব কিছু একত্রিত করে
তোমাকে ভালবাসতে ।
হয়তো-হয়তো তুমি জানো না,
তোমার জন্য আমার ছোট্ট কুড়েঁ ঘড়টাকে
মৃত্যুর দিকে টেনে নিতে পারি ।।


কবিতাটি৮ম শ্রেণীতে লিখি,এসব কবিতা পড়তে ভালই লাগে.....তবে কোন ভুলভ্রান্তিতে ক্ষমাপ্রার্থী ।