ইচ্ছে করে,
পাখি হয়ে উড়ি আকাশে ।
বাংলা মায়ের রুপসীরূপ,
প্রকৃতির মাঠগুলো চেয়ে থাকি
মনের আকুতিতে ।।


ইচ্ছে করে,
রং-তুলি নিয়ে বসি নির্জনে

ছায়াঢাকা সুনিবিড় গ্রাম-গন্জ
আকি মনের আলপনাতে ।।
মনে মনে আমি শর্ত রাখছি ভাই
আমি বাংলা মায়ের
ছবি আঁকতে চাই ।
ইচ্ছে করে,এই বাংলায়
নদীর কূলের ধারে,পাখ-পাখালির
সুরেলা সুরের কন্ঠে
যাই যেন হারিয়ে।।
ক্ষেতের পরে ক্ষেত
আর ছোট আইল দিয়ে
হরিয়ে যেতে আমার
বরই স্বাদ যে জাগে ।।


রচনাকালঃ৪.৯.১৪ ইং
চাকাই,বীরগন্জ