আজি আমি ব্যর্থ,
নিরাশার পথে আছি দাঁড়িয়ে।
কেউ চিনে না আমারে,
শুধু পথচারী আমি একজনে।।


আজ আমার নেই পাঠক,নেই শ্রোতা
শুধু একা একাই লিখছি কবিতাটা ।
ভালো লাগেনা কাউকে কবিতার কাব্যিকতা নেই"বলে"।
অহেতুক আলোচনা করে......
মনে মনে বলছে সবাই
আমার কবিতা পড়ে ।।


যদি,
কৌতুকের ছন্দ আর ঢঙ্গে লিখিতাম কবিতা ।
তবে কিছু পাঠকের কাছে পেতাম
একনিষ্ঠা ভালবাসা ।।
কবির মন্তব্যের পাতায়
চেয়ে কখনো দেখি
"লিখছ সুন্দর বেশ লিখনী"।
তখন,ভাবি ভাবি মনে হয়,
পৌছে গেছি স্বর্গের দরজায়।।
তৃষান্ত হৃদয়টা ভরে গেল অনেক তপস্যায়।


যদি বন্ধুকবি,হও যদি এরকম মন্তব্যকারী......
দেশে জন্মিবে আরও অনেক বিদ্রোহী কবি।।
ঝরিবেনা স্বল্প কোন মেধাবী কবি ।।


বি দ্রঃ আশা করছি উপরিক্ত কবিতাটি ভাল করে বুঝেশুনে মন্তব্য করবেন।।কারনটা হচ্ছে আপনার মন্তব্যতে depandকরছে একজন কবির থাকা না থাকা।।