রন্তিবর্মা হয়ে আছে অনাহারি,
অযাচক ব্রতে তার শরীর হয়ে আছে কাটারী ।
এমনি এটি ব্রত,
চেয়ে নিতে পারবেনা কোন ।
ইচ্ছে হলে লোকে দিবে
তাতেই ব্রতের উপবাস ভাংবে ।


হয়েছে ঊনপঞ্চাশ দিবসে,
ভক্ত নিজ ইচ্ছায় খাবার এনে দিল থালাতে,
মনে মনে চিন্তা করে.....
আজ উপবাস ভঙ্গ হবে আমাতে ।
কিন্তু কী হায়!এমন ঘটনা ঘটিবে কে জানায় ।
হঠাৎ উপস্থিত ভিক্ষুক সাথে নিয়ে কুকুর
বলিছে ফাপা গলায়,কত দিন খাইনি এ ধরায় ।
এই খাবার দেবে কী আমায়?
রন্তিবর্মার চোখে পানি এসে যায়,
ক্ষুধার্থ লোকটির অবস্থা দেখে বলে 'হায়''হায়'!


কী করিবে আর......রন্তিবর্মা মনে মনে রাজি হয়ে যায়,
ক্ষুধার্থী আর সাথে কুকুর সবটুকু চেটেপুটে খায় ।
পরক্ষনে,ক্ষুধার্থী বলে আরও একটু দেও না আমায় !
রন্তিবর্মা হাতজোড় করে বলে ভাই,
যা ছিল দিলাম তো তোমায় ।


রচনাকালঃ১৩.৯.১৪ইং