নাইরে শান্তি,নাইরে শান্তি
এই সোনার দেশ আজি
হয়ে আছে বিষাদের ঘ্রান্তি ।
শকুনের দল আজো গেঁজে আছে,
জামাতী নামে ।
সোনার দেশটাকে উড়িয়ে দিচ্ছে,
সন্ত্রাসীদের বানে ।
দ্বিতীয় একাত্তর আনছে বয়ে
এই চল্লিশ বছর পরে ।
এসেছে আবার রাজাকার,হয়ে জামাতী;
যারা ধর্মের নামে করছে রাজনীতি ।
এনেছে ফিরে আবারো,
ফেলে আসা দিনগুলো ।
ছিড়ে দিয়ে শান্তির নিশান,
আবারো আনছে অত্যাচারের বিধান ।
শকুনের অত্যাচারের হামলায়;
দুঃখে,কষ্টে সোনার দেশের,
সোনার মানুষ গ্রাম ছেড়ে পালায় ।।