সন্ধ্যার সুনীল আকাশ
লাগে অনেক ভালো,
ঢেপা নদীর পাড়ে বসে
দেখব সূর্যাস্তের আলো ।


দুচোখ ভরে দেখব আরো
নদীতে মাছের খেলা,
সারা বিকেল দেখে দেখে
গড়ে যায় বেলা ।


পাখিদের কলরোল কন্ঠ শুনি
ঐ বাশঁবাগানে ,
ঝাঁকে ঝাঁকে আসল উড়ে
পাখিদেরি গান শুনে ।


হঠাৎ আমি চমকে উঠি
রাস্তার পানে চেয়ে,
কত মানুষ যাচ্ছে ফিরে
তাদের নিজ নিজ গাঁয়ে ।


এসব দেখে দেখে
নেমে এলো আধাঁর,
ঝোপে ঝাড়ে উঠল জ্বেলে
জোনাকির বাহার ।


রচনাকালঃ৭।১০।১৪ইং