শুনেছি আমি দেখিনি তবে,
পড়েছি আরও বইয়ের পাতাতে ।
দানবেরা দিয়েছিল হানা,
একাত্তরে এই মাটিতে ।


করেছিল পুড়ে ছারখার,
গ্রাম-গঞ্জ আর দোকানপাট।
রক্তের নদী বয়ে গেছিল,
হয়েছিল এখানে শ্মশানঘাট ।


শকুনেরা ডানা মেলে,
উড়েছিল এই সোনার দেশে ।
দেশদ্রোহীরা হয়েছিল শত্রু,
রাজাকার হয়ে বেশে ।


শুনেছি আমি দেখিনি তবে,
আমার মায়ের প্রতিবাদী ছেলে
হয়ে উঠেছিল দূর্জয় ।
নিজের জীবন বাজি রেখে,
সেদিন যুদ্ধ করে এনেছিল জয় ।


রচনাকালঃ৯।১০।১৪ইং