আজ সকালটা খুব ভালো,
ঘুম থেকে উঠে দেখি
সূর্য্যিমামার আলো ।


আলোয় আলোয় ভরে গেল
আমার এ তনু,
শীতের সকালে অপেক্ষায়
থাকি পেতে জানু ।


গাছের ফাঁকে ফাঁকে
সূর্যের কিরন করে চিকচিক,
তার পরশে জীবন
হল মোর ফিকফিক ।


দেখি দিঘীরজলে
পরছে তার কিরন,
তাকাতেই একি!
অন্ধকার হল আমার দুনয়ন ।


প্রতিনিয়ত করছে আলো
এই রকম খেলা,
শেষ বিকেলে হল শেষ
কিরনের এই মেলা ।


রচনাকালঃ১১।১০।১৪ইং