শুনবে কী গল্প আজ
শুনবে আমার কাছে,
সত্য কথা বলব আজ
নয়তো গল্প মিছে ।


জগত জুড়ে আছে একটি দেশ,
নামটি বাংলাদেশ ।
সোনায় সোনায় ছিল ভরা,
ছিলনা কোন কুখ্যাত রেশ ।


কোন একদিন,
আসল উড়ে শকুন ।
সেই শকুনের অত্যাচারে
ভাংলো মানবের ঘুম ।


দানবেরা দিল হানা,
এই সোনার দেশটাকে ।
পুড়ে ছারখার করল তারা
দোকানপাট,কুড়েঁ ঘড়টাকে ।


বাংলা মায়ের মিষ্টি ছেলে,
গেল হারিয়ে মুক্তিযুদ্ধে ।
মা-বোন হল বীরাঙ্গনা,
বাংলার বীর যোদ্ধারা সইতে কী
পারে এ লাঞ্চনা ?


জেগে গেল তরুনসমাজ
শান্তির অবাধে ।
সেই শকুনের হার নিয়ে চিরে,
আনল সোনার বাংলাদেশটাকে ফিরে ।।


রচনাকালঃ১৪।১০।১৪ইং