শূন্যের গর্ভে লালিত মিথ্যার রেখা,  
অর্ধ-স্বর্গীয় আলাপনে বিষাদ মেশা—  
প্রতিশ্রুতির নামে শ্মশান-সজ্জা,  
অঙ্গীকারের মৃত্যু-গন্ধে ভিজা।  

বিশ্বাসের শ্বাসরোধী নৈর্ব্যক্তিকতায়,  
মায়া-মৃগ তৃষ্ণায় নির্মিত শল্যবিদ্যা—  
অস্ফুট চিৎকার জমে রক্তজবার মতো,  
শুরু হলো প্রতারণার শব্দহীন মহাযাত্রা।