কে শুনেছে এই হৃদয়ের ক্রন্দন?  
অন্ধকারে জমে থাকা বিষাদ-গন্ধন।  
আমার তো বিভাবরী কাটে অনায়াসে,  
স্মৃতির শিয়রে জেগে ওঠে ব্যাকুল ভাষে।  

বাতাসে ভাসে পাগলের প্রলাপ,  
অর্ধেক মৃত, অর্ধেক অলীক সন্ধান—  
ভালো থাকার নামে এ কী পরিতাপ!  
একটি মিথ্যা, একটি মরীচিকা-প্রমাণ।