এই তো সেই বাংলা—যেখানে
চাঁদার ছুরি কাঁপে রক্তিম সন্ধ্যায়,
বিক্রি হয় ফরম, ভাগ হয় টাকা,
উপাচার্যের দপ্তরে জমে লোভের থালা।


রিকশাওয়ালার ঘামে লবণ মেশে,
হকারের থালায় জমে চাঁদার বিষ;
ইট-রডের দামে বাড়ে আগুন,
আর নির্মাণ হয় শ্মশানের নীড়।


শুনো, হে সংসদের মহান কণ্ঠরা!
এই লুণ্ঠনের বিরুদ্ধে কী শপথ নিলে?
যদি আজ গম্ভীর , কালি ভোরবেলা
ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।


বায়ুদূষণের চেয়ে ভয়ঙ্কর
এই চাঁদার ধোঁয়া—যা গ্রাস করে ন্যায়;
ঢাকার আকাশে বিষাক্ত ধূলির চেয়ে,
এই দুর্নীতির ছায়া বেশি মারণায়।


জাগো, বাংলাদেশ! জাগো, হে বন্ধু!
এই ব্যাধির মূলোৎপাটন আজ জরুরি;
নইলে তো প্রজন্মের পর প্রজন্ম
পাবে না মুক্তি, শুধু পড়ে থাকবে জঞ্জালগাথা।