কথারও যে আছে কাঁটা—  
ব্যথা দেয় গভীরে,  
ক্ষত হয় বুকের পাতা,  
রক্ত ঝরে ধীরে।  

হাসির আড়ালে লুকানো  
কত না জ্বালা জ্বলে,  
মিষ্টি ভাষার ছুরি দিয়ে  
হৃদয় কেটে ফেলে।  

শব্দগুলো বিষ হয়ে  
জমে থাকে প্রাণে,  
নিঃশ্বাসে ব্যথার সুর  
বাজে প্রতিক্ষণে।  

যে জানে সে তো শুধু জানে—  
কথারও তাপ আছে,  
নীরবতা ভাঙে না যে,  
সেই বুঝেছে, ব্যথা কত কাছে।