ধর্ম-বর্ণ-গোত্রের বেড়াজালে,
বন্দী যারা, অন্ধকারে ঢালে—
তাদের চোখে আলোকরেখা,
মনুষ্যত্বই সত্য একা।
জটিল জীবনের জালে যত,
সংকীর্ণতা বিষের মতো,
মুক্তির মন্ত্র শোনো হৃদয়ে—
"মানব হও, মানবতা লয়ে।"
ছন্দের তালে তালে বাঁধা,
মাত্রা যেন গভীর সাধা—
অন্ত্যমিলে ঝংকারিত,
রসের সাগর উথলিত।
কবিতার নাট্যে রস ভারি,
বিরহ-মিলন-ব্যথা পারি—
কিন্তু এ তো শুধু ছলনা,
মনুষ্যত্বই যথার্থ ধন।