কে আছে ধরায় মোর বাবার মতন—
কে আছে এমন উদার মহান?
কে আছে করিবে তার সুখ বর্জন—
কে আছে মোর ক্রোধে করিবে গর্জন?
আছে ,আছে, আছে সে শুধু একজন!
সে যে মোর বাবা, সেই সেইজন ৷
কে আছে এমন মম দুঃখে ব্যাথিত—
আছে কে মোর প্রিয় বাবা ব্যাতিত?
কে আছে মোরে করিবে যতন—
কে আছে করিবে যতন বাবার মতন?
আছে, আছে, আছে সে শুধু একজন!
সে যে মোর বাবা ,সেই একজন ৷
কে আছে মোর সুখে প্রফুল্ল ভীষণ—
কে আছে এমন মোর বাবা বিহীন?
কে করিবে নিজ প্রান সমর্পন—
মোর লাগি কে করিবে স্বীয় প্রানার্পন?
আছে, আছে, আছে সে শুধু একজন!
সে যে মোর বাবা,সেই সেইজন ৷
কে আছে দিবে মোরে করুণও যাতন—
মোর বাবা এ ভূমে আছে যতক্ষন?
কে আছে অগ্নিপৃষ্টে করিয়া শয়ন—
করিবে মোরে তার বক্ষে ধারন?
আছে, আছে, আছে সে শুধু একজন!
সে যে মোর বাবা,সেই সেইজন ৷
কে আছে মোর ভূল করিবে ক্ষমা—
আছে কী এমন কেহ বাবা,ব্যাতিত তোমা?
কে আছে এমন,বাবা তোমার মতন—
মোর দুঃখ নিজ কাধে করিবে বহন?
আছে, আছে ,আছে সে শুধু একজন!
সে যে বাবা তুমি, তুমিই সেইজন......